টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফলদা গ্রামের ঘোণাপাড়া রেল ক্রসিংয়ের অদূরে এ ঘটনা ঘটে।
ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ওই যুবক রেললাইন দিয়ে হাঁটছিলেন। পথিমধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি লোকাল ট্রেনে কাটা পড়ে।
ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া রেলওয়ে পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে।
আরিফ উর রহমান টগর/এএইচ/এএসএম