দেশজুড়ে

বোরো ধানের জমি থেকে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

নড়াইল লোহাগড়া উপজেলার বাগডাঙ্গা সারোল তালবাড়িয়া ও উলার বিলের বোরো ধানের জমির জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী কৃষকরা।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জলাবদ্ধ বিলের পাশে এ মানববন্ধন করেন তারা। এ সময় বক্তব্য দেন- দিঘলিয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার খোকন শেখ, ভুক্তভোগী সাবেক মেম্বার আলম শেখ, ইসলাম শেখ, শাহিন শেখ, মনা মিয়া, আজিবর, ভুলু মন্ডলসহ আরও অনেকে।

তারা বলেন, নড়াইলের বাগডাঙ্গা সারোল এলাকায় খাল খননের অভাবে প্রায় এক হাজার একর জমিতে পাঁচ বছর যাবত জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ কারণে বোরো ধানসহ রবি শস্য আবাদ করা যাচ্ছে না। এলাকার প্রায় ৬০০ পরিবার ক্ষতির মুখে পড়েছে। এ সময় খাল খনন করে জলাবদ্ধতা নিরসনের দাবি জানান তারা।

মেম্বার আলম শেখ বলেন, মাত্র ১০০০ মিটার খাল খনন করলে এলাকার মানুষের উপকার হবে, এলাকার কৃষক আগের মতো আবারো জমিতে ফসল ফলাতে পারবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছে কৃষকের দাবি, জরুরিভাবে খাল খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক। অবৈধ ও অপরিকল্পিতভাবে ঘের খননের কারণে বাগডাঙ্গা সরলের বিলের জলাবদ্ধতা কিছুতেই দূর হচ্ছে না। ফলে কৃষকরা চরম ক্ষতির মুখে পড়েছেন। আমাদের জোর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জাগো নিউজকে বলেন, সারোল তালবাড়িয়া ও উলারবিলসহ নড়াইল জেলার কয়েকটি মাঠে জলাবদ্ধতার জন্য আবাদ করা যাচ্ছে না। সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।

হাফিজুল নিলু/এসজে/জেআইএম