দেশজুড়ে

ডিবি পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, আটক ৫

সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে অস্ত্র-গুলি ও পুলিশের পোশাকসহ পাঁচ ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মোস্তাক আহমেদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে শুক্রবার রাতে উপজেলার বাইগুনি গ্রামের হারুন-অর রশিদ ডিগ্রি কলেজ সংলগ্ন স্থানে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মোস্তফা বিশ্বাস (৪৬), সুজন শীল (২৯), শরীফুল ইসলাম (৪২), মোশারফ হোসেন (৪০) ও মাহবুবুর রহমান (২৭)।

লে. কর্নেল মোস্তাক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ডিবি পুলিশ পরিচয় দেওয়া পাঁচজনকে আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে একটি পিস্তল, একটি খেলনা পিস্তল, দুটি পিস্তলের কাভার, একটি ওয়াকিটকি সেট, দুটি ডিবি পুলিশের পোশাক, দুটি হ্যান্ড কাফ, দুটি পুলিশ ফিল্ড ক্যাপ, একটি পুলিশ বেল্ট, চারটি মোবাইল ও একটি হ্যান্ড ব্যাগ উদ্ধার করা হয়। তাদের সঙ্গে থাকা একটি সাদা রঙের প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। মামলা দিয়ে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

আহসান রাজীব/আরএইচ/জেআইএম