জোকস

আজকের জোকস: বিয়ের পর খরচ কমানোর উপায়

বিয়ের পর খরচ কমানোর উপায়দুই বন্ধুতে গল্প হচ্ছে—১ম বন্ধু: জানিস, আমার মাথায় কত বুদ্ধি?২য় বন্ধু: কেন কী করেছিস?১ম বন্ধু: বিয়ের পর মধুচন্দ্রিমায় বউকে সঙ্গে না নিয়ে আমি একাই গেছি। ব্যস, অর্ধেক খরচ বেঁচে গেছে!২য় বন্ধু: এ আর এমন কী? আমি তো পুরো খরচই বাঁচিয়েছি!১ম বন্ধু: কীভাবে? ২য় বন্ধু: আমি না গিয়ে বউকে তার এক বন্ধুর সঙ্গে পাঠিয়েছি!

****

চাপাবাজিরও একটা সীমা থাকা উচিতদুই চাপাবাজের মধ্যে কথা হচ্ছে—১ম চাপাবাজ: আমি এত গরম চা খাই যে, কেতলি থেকে সোজা মুখে ঢেলে দেই!২য় চাপাবাজ: কী বলিস! আমি তো চা- পাতা, পানি, দুধ, চিনি মুখে দিয়ে চুলায় বসে পড়ি!

****

ক্লাসে ঘুমিয়ে পড়ার কারণশিক্ষক: ক্লাসে ঘুমাচ্ছ কেন?মন্টি: তাও ঘুমাচ্ছে।শিক্ষক: এই মন্টি, ক্লাসে ঘুমাচ্ছ কেন?মন্টি: ম্যাডাম, আপনার কণ্ঠস্বর এতই মধুর, শুনলেই আমার ঘুম এসে যায়!শিক্ষিকা: তো বাকিরা কেউ ঘুমাচ্ছে না কেন?মন্টি: ওরা আপনার কথা শুনছে না!

কেএসকে/এমএস