দেশজুড়ে

সোনারগাঁয়ে ‘খালেদা জিয়া অমর হোক’ লেখায় মানহানি মামলা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্যাডে ‘খালেদা জিয়া অমর হোক’ লেখায় মানহানি মামলা হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম মান্নান এবং সদস্য সচিব মোশাররফ হোসেনের বিরুদ্ধে এ মামলা করেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল রানা।

রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহসিনের আদালতে তিনি এ মামলা করেন। পরে মামলা গ্রহণ করে আদালত সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দেন।

মামলার বাদী রাসেল রানা জাগো নিউজকে বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাসার মধ্যে কারারুদ্ধ অবস্থায় রয়েছেন। কিন্তু সোনারগাঁ উপজেলা বিএনপি তাকে মৃত ঘোষণা করে অমর হিসেবে লিপিবদ্ধ করেছে। এতে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। যারা এ কাজে জড়িত তাদের বিরুদ্ধে বিএনপির একজন কর্মী হিসেবে মানহানি মামলা করেছি। আশা করি তাদের বিরুদ্ধে সারাদেশেই মামলা হবে।’

মামলার আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহিম বলেন, সোনারগাঁ উপজেলা বিএনপি তাদের অধীনে থাকা ১০ ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন করে। এ কমিটির দলীয় প্যাডে বেগম খালেদা জিয়াকে অমর ঘোষণা তথা মৃত বলা হয়েছে। এতে খালেদা জিয়ার মানহানি হওয়ায় রাসেল রানা বাদী হয়ে মামলাটি করেন। আদালত মামলা গ্রহণ করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার প্রতিক্রিয়ায় সোনারগাঁ উপজেলা বিএনপির সদস্য সচিব মোশারফ হোসেন জাগো নিউজকে বলেন, ‘এটা প্রিন্টিং ভুল। কমিটির চিন্তা করতে গিয়ে প্যাডের উপরে খেয়াল করিনি। এজন্য আমরা বিএনপিসহ সব নেতাকর্মীর কাছে ক্ষমাপ্রার্থী। এটা আমাদের অনিচ্ছাকৃত ভুল। যেহেতু আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের কাছেও আমরা ক্ষমা প্রার্থণা করবো।’

মোবাশ্বির শ্রাবণ/এএইচ/জেআইএম