দেশজুড়ে

লালমনিরহাটে অপহরণ মামলায় যুবদল নেতা গ্রেফতার

লালমনিরহাটে অপহরণ মামলায় কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুরকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ ফেব্রুয়ারি) ভোরে কুড়িগ্রামের রাজারহাট থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার জাহাঙ্গীর আলম আঙ্গুর উপজেলার দক্ষিণ ঘনেশ্যাম এলাকার রবিউল ইসলামের ছেলে।

এর শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় অপহরণের মামলা করেন এক কলেজ ছাত্রীর বাবা।

পুলিশ জানায়, জাহাঙ্গীর আলম আঙ্গুর গত ১৫ ফেব্রুয়ারি এক কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগ ওই ছাত্রীর বাবা সাইদুর রহমান (৫২)। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠুন জানান, জাহাঙ্গীর আলম আঙ্গুরকে গ্রেফতারের বিষয়টি সকালে শুনেছি। দলীয় ফোরামে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

রবিউল হাসান/এএইচ/জিকেএস