দেশজুড়ে

একমাত্র শহীদ মিনারে বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়াবাসীর শ্রদ্ধা

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালন করেছেন বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়াবাসী। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদরাসার আয়োজনে ছিটমহলের শিশু কিশোর ও বিভিন্ন বয়সের মানুষ এতে অংশ নেন।

এসময় তারা ডি-শেট সেন্টার সংলগ্ন একমাত্র শহীদ মিনারে ভাষাশহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া হয়। এছাড়া কুরআন তেলাওয়াত ও ভাষাশহীদদের মর্ম নিয়ে আলোচনা হয়।

সভায় বক্তব্য দেন- শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদরাসার সুপারিন্টেনডেন্ট আমিনুল ইসলাম মিয়া, সহকারী শিক্ষক নাসিরুল ইসলাম, বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সভাপতি আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা রেবের আলী, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রমুখ।

শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদরাসার সুপারিন্টেনডেন্ট আমিনুল ইসলাম মিয়া বলেন, ২১ ফেব্রুয়ারি আমাদের প্রতিবাদী হতে শেখায়। একুশের চেতনা সমাজ থেকে অন্যায়, অত্যাচার, অবিচার, শোষণ, বঞ্চনা ও দুর্নীতি প্রতিরোধে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার শিক্ষা দেয়।

বাঙালির ভাষা সংগ্রামের ইতিহাস তুলে ধরে মাদরাসার সহকারী শিক্ষক মো. নাসিরুল ইসলাম বলেন, বিশ্ব স্বীকৃত আমাদের এই শহীদ দিবস। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সেদিন রাস্তায় নেমেছিলেন হাজারো বীর বাঙালি। স্বাধীনভাবে মাতৃভাষায় কথা বলা, লেখাপড়া, সাহিত্য রচনা, কাজকর্ম করার অধিকার আদায় করাই ছিল সেই প্রতিবাদের উদ্দেশ্য।

বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সভাপতি আলতাফ হোসেন বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন আগামীর প্রজন্মের জন্য চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে। তাদের আন্দোলনের কারণেই আজ আমরা বিলুপ্ত ছিটমহলবাসী মাতৃভাষা বাংলায় কথা বলতে পারছি।

দাশিয়ারছড়া বাংলাদেশ-ভারতে ১৬২টি বিলুপ্ত ছিটমহলের মধ্যে আয়তন ও লোকসংখ্যার দিক থেকে সবচেয়ে বড়। ১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা চুক্তি অনুযায়ী, দাশিয়ারছড়ার আয়তন এক হাজার ৬৪৩ একর। ২০১৫ সালে বাংলাদেশ হওয়ার পর এই ভূখণ্ড ভাগ হয়ে ফুলবাড়ী, কাশিপুর ও ভাঙ্গামোড় ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়েছে।

২০১৬ সাল থেকে বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়াবাসী ডি-শেট সেন্টার সংলগ্ন একমাত্র শহীদ মিনারে ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়ে আসছেন। এর আগে এখানে কোনো শহীদ মিনার ছিলো না।

মাসুদ রানা/জেডএইচ/এএসএম