পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের হিসাবরক্ষক হাসানুজ্জামান হাসানের কক্ষ থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এসময় হিসাবরক্ষক হাসানুজ্জামান হাসানসহ বেশ কয়েকজন জিজ্ঞাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। কীভাবে সেখানে ইয়াবা এলো, এর সঙ্গে কে বা কারা জড়িত তা জানতে তদন্ত চলছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মতিন বলেন, এ বিষয়ে কোনো মন্তব্য করবো না। বিষয়টি পুলিশ সুপার দেখছেন। আব্দুস সালাম আরিফ/এএইচ/এএসএম