নোয়াখালীর মাইজদী বাজারের শ্রী শ্রী রামচন্দ্র দেবের জন্মোৎসব মন্দিরের চুরি হওয়া রাধা-গোবিন্দের মূর্তিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে আরও দুটি মূর্তি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার মাস্টারপাড়া এলাকা থেকে মূর্তিগুলো উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হচ্ছেন- সদর উপজেলার পূর্ব মাইজদী গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে আবদুল মান্নান (২৪) ও মাস্টারপাড়ার মৃত চাঁন মিয়ার মেয়ে বিবি ময়না (২০)।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আকরামুল হাসান বলেন, মঙ্গলবার মামলার পর থেকে ব্যাপক অভিযান চালানো হয়। এক পর্যায়ে আবদুল মান্নানকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যমতে বিবি ময়নাকে চারটি মূর্তিসহ গ্রেফতার করা হয়। এরমধ্যে রামচন্দ্র দেবের মন্দিরের চুরি হওয়া দুটি মূর্তিও রয়েছে।
এর আগে সোমবার (২১ ফেব্রুয়ারি) ভোরে মন্দিরের শয়নকক্ষ থেকে রাধা-গোবিন্দের দুটি মূর্তি চুরি হয়ে যায়। সিসিটিভি ফুটেজে রাত সাড়ে তিনটায় এক যুবককে মন্দিরে প্রবেশ করতে দেখা যায়।
ইকবাল হোসেন মজনু/জিকেএস