সাতক্ষীরা শহরে মাস্ক বিক্রি করে পরিবারের খরচ চালানো ছোট্ট শিশু তরিকুল ইসলাম (৯) নিখোঁজ হয়েছে। দুই দিন ধরে তাকে খুঁজে পাচ্ছে না তার স্বজনরা।
তরিকুল ইসলাম শহরের মধুমল্লারডাঙ্গী গ্রামের ভ্যানচালক রফিকুল ইসলামের ছেলে। শহরের পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
তরিকুলের বাবা রফিকুল ইসলাম জানান, বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বাড়ি থেকে মাস্ক বিক্রি করতে যায় তরিকুল। এরপর আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মিলছে না।
তিনি বলেন, শহরের বড়বাজার ন্যাশনাল ব্যাংক এলাকায় মারুফ ও তরিকুল একসঙ্গে মাস্ক বিক্রি করতো। মারুফ আমাদের বলেছে, বুধবার সকাল ৯টার দিকে শহরের সংগীতা মোড় থেকে একটি পরিবহনে উঠে ঢাকায় চলে গেছে তরিকুল। পরিবহনে ওঠার সময় তরিকুল বলেছে আমি ঢাকায় চলে যাচ্ছি।
একমাত্র ছেলে সন্তানকে ফিরে পেতে আহাজারি করছেন তরিকুলের মা সালমা বেগম। অভাবের সংসারে তরিকুল মাস্ক বিক্রি করত। তার বাবা লিভার জন্ডিসে আক্রান্ত হওয়ায় ঠিকমতো চলাফেরা করতে পারেন না।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কাদির বলেন, মাস্ক বিক্রেতা শিশু তরিকুলের নিখোঁজের ঘটনা জানার পর খোঁজ খবর নিয়েছি। তার সন্ধানে কাজ চলছে।
আহসানুর রহমান রাজীব/আরএইচ/জিকেএস