লালমনিরহাট পৌরসভায় কালীবাড়ি এলএসডি গোডাউনের পাশে ময়লার স্তূপ থেকে জীবিত উদ্ধার হওয়া নবজাতকের (কন্যা শিশু) পরিচয় মিলেছে।
এ ঘটনায় নবজাতকের কিশোরী মা (১৭), নানি ও কিশোরীর দুলাভাই জয়নাল আবেদীনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামাল, সদর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মারুফা জামাল জানান, গত ১৪ ফেব্রুয়ারি একদিন বয়সী নবজাতক কন্যা শিশুটিকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের শিশু ও নবজাতক ওয়ার্ডে ভর্তি করা হয়। এ বিষয়ে ওইদিন উদ্ধারকারী উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
তিনি বলেন, নবজাতক শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা একাধিকবার হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজ-খবর নেন এবং তার নির্দেশনায় নারী পুলিশ সদস্যরা শিশুটির নিরাপত্তাসহ মাতৃস্নেহে শিশুটির লালনপালন করতে থাকেন।
মারুফা জামাল জানান, নবজাতকটির চিকিৎসা শেষে আদালতের নির্দেশে তাকে বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাজশাহীর ছোটমণি নিবাসে পাঠানো হয়েছে । পরে একাধিক বিশ্বস্ত সূত্রের মাধ্যমে উদ্ধার হওয়া সেই শিশুর মায়ের পরিচয় উদঘাটন করতে সক্ষম হয় পুলিশ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নবজাতকের ওই কিশোরী মা জেলা শহরের সাহেবপাড়া এলাকার বাসিন্দা। সে তার বড় বোনের স্বামীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে এবং সেই সম্পর্কের এক পর্যায়ে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি দেরিতে বুঝতে পারায় ওই কিশোরী তা একা একা ধামাচাপা দিয়ে রাখে। পরে গত ১৩ ফেব্রুয়ারি সে অসুস্থ হলে মা বিষয়টি বুঝতে পেরে জন্ডিসের কারণে পেটে ব্যথা বলে সদর হাসপাতালে ভর্তি করায়। পরদিন ভোরে সবার অগোচরে হাসপাতালের বাথরুমে সন্তান প্রসব করে ওই কিশোরী। পরে ওই কিশোরী, তার মা (নবজাতকের নানি) ও কিশোরীর দুলাভাই হাসপাতালের কাউকে কিছু না বলে নবজাতকসহ সেখান থেকে বের হয়ে আসে এবং নবজাতককে রাস্তার পাশে ফেলে রেখে যায়।
এ ঘটনায় নবজাতকের কিশোরী মা, নানি ও কিশোরীর দুলাভাইকে এসআই রফিকুল ইসলামের করা মামলায় গ্রেফতার করা দেখানো হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
মো. রবিউল হাসান/এমআরআর/এএসএম