দেশজুড়ে

শিক্ষার্থীদের বই ও বৃত্তি দিলো আইয্যাক মেমোরিয়াল ট্রাস্ট

টাঙ্গাইলের সখীপুরে আইয্যাক মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে বই বিতরণ ও বৃত্তিপ্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ ফেব্রæয়ারি) বিকেলে উপজেলার কচুয়া গ্রামে ‘বই পড়ি প্রজন্ম গড়ি’ স্লোগানে সেলিম আল দীন পাঠাগার এ অনুষ্ঠানের আয়োজন করে।

সেলিম আল দীন পাঠাগারের প্রতিষ্ঠাতা, সাংবাদিক ও কলামিস্ট ড. হারুন রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার মিতি সানজানা। এসময় উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর এইচ খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান দুলাল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আ. হালিম মাস্টার, সখীপুর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল গফুর, সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সানি, জুয়েল রানা, স্কুল শিক্ষক মাইন উদ্দিন, কচুয়া অনলাইনের সম্পাদক সোহেল রজত প্রমুখ।

আলোচনা শেষে ২০ শিক্ষার্থীর মাঝে বই ও নগদ অর্থ দেওয়া হয়।

আরিফ উর রহমান টগর/এএইচ/এএসএম