একটি চিংড়ির ওজন ১২ পাউন্ড বা প্রায় সাড়ে পাঁচ কেজি! সম্প্রতি ক্যালিফোর্নিয়ার এক জেলে এমন অতিকায় এক চিংড়িকে জালে বন্দী করেছিলেন। চিংড়িটির একটি ভিডিও ইউটিউবে ছেড়েছেন ক্যালিফোর্নিয়ার সেই জেলে।চিংড়িটি ধরার অভিজ্ঞতা জানাতে সম্প্রতি তাকে ডসকোভারি চ্যানেলের `ন্যাকেড অ্যান্ড এফ্রেইড` নামের একটি রিয়েলিটি অনুষ্ঠানে ডাকা হয়েছিল। সমুদ্রবিজ্ঞানীরা ধারণা করছেন চিংড়িটির বয়স প্রায় ৭০ বছর হতে পারে।পরিবারের লোকজন ও স্থানীয় একটি মেরিন সেন্টারে দেখানোর পর তিনি প্রাণিটিকে আবার প্রশান্ত মহাসাগরে ছেড়ে দিয়েছেন। সূত্র: ইয়াহু নিউজ