দেশজুড়ে

নড়াইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

নড়াইলে মাদক মামলায় মাসুদ শেখ নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মশিয়ার রহমান এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত মাসুদ শেখ সদরের চন্ডীবরপুর ইউনিয়নের ফেদী গ্রামের বাসিন্দা।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইমদাদুল ইসলাম এমদাদ।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি সদরের চন্ডীবরপুর ইউনিয়নের ফেদী বাজারে বুলু শেখের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ নিয়ে পালানোর সময় মাসুদ শেখকে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে আসামির কাছে থাকা ব্যাগ থেকে ৭৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়।

হাফিজুল নিলু/এসজে/এমএস