চাঁদপুর-শরীয়তপুর রুটের হরিণা ঘাটে ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেছে লোহার পাইপবোঝাই একটি ট্রাক।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে হরিণা ফেরিঘাটের এক নম্বর ঘাট বন্ধ রয়েছে।
এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন ট্রাকের চালক ও সহকারী। ট্রাকটি উদ্ধারে এখনো কাজ চলছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাকে থাকা নয়টি পাইপের মধ্যে তিনটি উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি পাইপ ও ট্রাক উদ্ধারে কাজ চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি ফেরিতে উঠতে গিয়ে পন্টুন ত্যাগ করার পরপরই নদীতে পড়ে যায়। এসময় ফেরিতে আরও কয়েকটি পণ্যবাহী ট্রাক ছিল।
ট্রাকচালক ছিলেন জাহাঙ্গীর। তিনি বলেন, ‘চট্টগ্রাম বন্দর থেকে খুলনায় যাচ্ছিলাম। ট্রাকে বড় আকৃতির নয়টি পাইপ ছিল। সকালে স্থানীয় ডুবুরি দিয়ে ট্রাকের সন্ধান পাওয়া গেছে।’
চাঁদপুর-শরীয়তপুর নৌরুটের হরিণা ফেরিঘাটের ম্যানেজার আব্দুর নুর তুষার বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে। ফেরির মাস্টার ও কর্মচারীদের কোনো গাফিলতি আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’
নজরুল ইসলাম আতিক/এসআর/জেআইএম