দেশজুড়ে

মারা গেলো অগ্নিদগ্ধ শিশু জাহিদুলও

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিদগ্ধের নয়দিন পর শিশু জাহিদুল ইসলাম (১২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

জাহিদুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা দূর্গারামপুরের মিঠু মিয়ার ছেলে।

এর আগে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) জেলার বাঞ্ছারামপুরের একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয় শিশু জাহিদুল ও হাসান। ঢাকায় নেওয়ার পথে হাসান মৃত্যুবরণ করে। দগ্ধ জাহিদুলকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বাঞ্ছারামপুর থানার উপ-পরিদর্শক (ওসি) রাজু আহমেদ জানান, রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এখন পর্যন্ত দুই শিশু মারা গেছে।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জিকেএস