দেশজুড়ে

কালীগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, থানায় অভিযোগ

লালমনিরহাটের কালীগঞ্জে এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসূল এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নানা অসুস্থ থাকায় কারণে ২১ ফেব্রুয়ারি (সোমবার) কিশোরীর বাবা-মা তাকে দেখতে তুষভান্ডার ইউনিয়নের আমিনগঞ্জ এলাকায় যান। বাড়িতে লোকজন না থাকায় ঝড়ের সময় প্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে পালিয়ে যায় রহিম বাদশা। সন্ধ্যায় কিশোরী বাবা-মা বাড়িতে এলে তাদের বিষয়টি খুলে বলেন। কিন্তু রহিম বাদশা প্রভাবশালী হওয়ায় নানাভাবে থানায় অভিযোগ দিকে বাধা দেন। পরে ২৩ ফেব্রুয়ারি থানায় অভিযোগ দিতে গেলে নানা প্রলোভন দেখিয়ে তাদের বাড়িতে ফেরত পাঠিয়ে দেন।

এ বিষয়ে মহিষামুড়ি ওয়ার্ডের ইউপি সদস্য রমজান আলী বলেন, ঘটনাটি পুরোপুরি সত্য। বিষয়টি সম্পর্কে আমি অবগত রয়েছি। প্রতিবন্ধী কিশোরী পরিবারকে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছি। কিন্তু বিষয়টি অর্থের বিনিময়ে রফা দফার চেষ্টা চলছে বলে শুনেছি।

রবিউল হাসান/আরএইচ/এমএস