দেশজুড়ে

বাগেরহাটে ঝড়ে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু

বাগেরহাটের শরণখোলায় হঠাৎ ঝড়ে গাছচাপা পড়ে অঞ্জুরাণী (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার রায়েন্দা ইউনিয়নের লাকুড়তলা ওয়ার্ডের চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত অঞ্জুরাণী উপজেলার ধানসাগর ইউনিয়নের ধানসাগর গ্রামের মৃত বিধান দেউড়ির স্ত্রী। তিনি গত বৃহস্পতিবার চালিতাবুনিয়া গ্রামে তার ভাই সুনীল হাওলাদারের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. শাহজাহান বাদল জমাদ্দার বলেন, রাত ৮টার দিকে প্রচণ্ড ঝড় শুরু হয়। ওই বৃদ্ধা তখন ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ ঝড়ে একটি নারকেল গাছ ভেঙে পড়ে। ওই গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বৃদ্ধা মারা যান। সোমবার সকালে তার মরদেহ ধানসাগর গ্রামে নিয়ে গেছে পরিবার।

এদিকে রাতের ওই ঝড়ে শরণখোলা উপজেলার বিভিন্ন এলাকায় বেশকিছু গাছপালা ভেঙে ও উপড়ে পড়েছে। এছাড়া কিছু কাঁচা ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর আলী জাগো নিউজকে বলেন, ‘ঝড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতির ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে।’

এসজে/এএসএম