দেশজুড়ে

নোয়াখালীতে কলেজছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফসলের মাঠ থেকে শাহানাজ আকতার প্রিয়তা (২১) নামে এক কলেজছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বসুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের ইয়াছিন মোল্লার বাড়ির পেছনের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রিয়তা বসুরহাট সরকারি মুজিব কলেজের স্নাতক (পাস কোর্স) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূঞারহাট বাজার এলাকার নুর নবীর মেয়ে। তিনি বসুরহাটের একটি প্রাইভেট হাসপাতালে শিক্ষানবিশ সেবিকার কাজ করতেন।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের ক্রিকেট খেলতে গিয়ে ধানক্ষেতে কিশোররা ওই ছাত্রীর মরদেহ দেখতে পায়। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনসহ (পিবিআই) আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইকবাল হোসেন মজনু/এমআরআর/জেআইএম