দেশজুড়ে

১৮ জনের নামে জনতার কাছে বিচার দিলেন কাদের মির্জা

বড় ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেছা কাদেরসহ ১৮ জনের নামে ‘জনতার আদালতে সাধারণ ডায়েরি (জিডি)’ করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

বুধবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টায় নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ জিডির কথা উল্লেখ করেন তিনি।

কাদের মির্জা তার স্ট্যাটাসে লেখেন, ‘আমাকে হত্যা ও নেতাকর্মীশূন্য করার জন্য যারা নীলনকশা এঁকেছে তাদের বিরুদ্ধে জনতার আদালতে জিডি (সাধারণ ডায়েরি) করলাম।’

অভিযুক্তরা হলেন- ইসরাতুন্নেছা কাদের (ওবায়দুল কাদেরের স্ত্রী), নিজাম হাজারী (ফেনী-২ আসনের সংসদ সদস্য), একরামুল করিম চৌধুরী (নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য), ফখরুল ইসলাম রাহাত (ওবায়দুল কাদেরের ভাগনে), মিজানুর রহমান বাদল (সাবেক উপজেলা চেয়ারম্যান), খিজির হায়াত খান (উপজেলা আওয়ামী লীগ সভাপতি), আজম পাশা চৌধুরী রুমেল (উপজেলা ভাইস চেয়ারম্যান), সিরাজিস সালেকিন রিমন (ওবায়দুল কাদেরের ভাগনে), আবদুর রাজ্জাক (ইউপি চেয়ারম্যান), জাহেদুল হক কচি (ওবায়দুল কাদেরের ভাগনে), হানিফ সবুজ (ইউপি চেয়ারম্যান), নজরুল ইসলাম শাহিন (ইউপি চেয়ারম্যান), আরজুমান পারভীন রুনু (উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান), শহীদুল ইসলাম (পুলিশ সুপার), জিয়াউল হক মীর (উপজেলা নির্বাহী কর্মকর্তা), মো. সাজ্জাদ রোমন (থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা), দিদারুল কবির রতন (দাগনভুঞা উপজেলা চেয়ারম্যান) ও জাহাঙ্গীর কবির (ওবায়দুল কাদেরের পিএ)।

কাদের মির্জা আরও লেখেন, ‘বিচারপতির কাছে বিচার চেয়েছি বিচার পাইনি। তাই বিচারপতির বিচার করে যেই জনতা, সেই জনতার কাছে বিচার দিলাম। যে জনগণ আমার প্রাণশক্তি সেই জনগণ আমাকে প্রেরণা জোগাবেন। সত্যের যে প্রদীপ শিখা জ্বালিয়েছি, রাজভয়-লোকভয় তা কখনোই নেভাতে পারবে না। মহান আল্লাহ আমার সহায় হোক। দোয়া করবেন সবাই।’

ইকবাল হোসেন মজনু/এসজে/এএসএম