দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণের ঘটনায় নাঈম উদ্দিন শরিফ (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাবীবনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার- নাঈম উদ্দিন শরিফ ওই গ্রামের মঈন উদ্দিনের ছেলে। তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। ওই শিশুর বাবা বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় একমাত্র নাঈম উদ্দিন শরিফকে আসামি করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, ওই দিন বিকেলে প্রতিবেশী কন্যা শিশু নাঈমের বাড়িতে আসে। এসময় ফুসলিয়ে শিশুটিকে নাঈম তার ঘরে নিয়ে যায়। এরপর মোবাইলে অশ্লীল ভিডিও দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে নাঈম।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাঈম ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

তানভর হাসান তানু/আরএইচ/জিকেএস