বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেন, সরকার নাকি ১০ টাকা কেজির চাল খাওয়াবেন আর ঘরে ঘরে চাকরি দেবেন। কিন্তু আজ সেই ১০ টাকার চাল নেই, মানুষের ঘরে ঘরে চাকরিও হয়নি।
বুধবার (২ মার্চ) বিকেলে নিত্যপণ্যের দাম লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে ও টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে সর্বত্র পণ্য সরবরাহের দাবিতে টাঙ্গাইল পৌরসভার রেজিস্ট্রিপাড়া সড়কে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এক ভদ্রলোক রাগে, দুঃখে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ৪০ টাকা হালি ডিম কিনিয়া, ১৮০ টাকা লিটার তৈল দিয়ে ভাজিয়া, ১২৬০ টাকায় গ্যাসের চুলায়, ৭০ টাকার চালের সঙ্গে ১২০ টাকার ডাল একসঙ্গে মাখাইয়া খাইলাম। অতঃপর আকাশের দিকে তাকাইয়া আমরা স্যাটেলাইট বানাইলাম, স্যাটেলাইট তো দেখা যায় না। এই যে স্যাটেলাইট, স্যাটেলাইটের মাধ্যমে দেশের যে কত হাজার কোটি টাকা ফ্রান্সে পাঁচার হয়েছে সেই খবর দেশবাসী যানে না।’
তিনি আরও বলেন, সরকারের মন্ত্রীরা বলেন মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। দেশের মানুষের নয়, ক্রয়ক্ষমতা বেড়েছে শুধু সরকারদলীয় লোকজনের। অন্যদের ক্রয়ক্ষমতা কমেছে।
বর্তমান নির্বাচন কমিশনারের ইতিহাস পত্রপত্রিকা ও সোশ্যাল মিডিয়াম প্রকাশ পেয়েছে। ওর যে ইতিহাস, সরকারের এসব সুবিধাভোগী মানুষ দিয়ে কখনও নির্বাচন কমিশন হতে পারে না। আমরা নির্বাচন কমিশন নিয়ে বেশি কথা বলতে চাই না, কেননা এ সরকারের অধীনে কোনো নির্বাচনে আমরা যাবো না। আমাদের প্রধান দাবি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। নিরপেক্ষ সরকারের অধীনে হবে নতুন নির্বাচন কমিশন। এ সরকারের অধীনে যদি নির্বাচন কমিশনে বিএনপি ভাইস চেয়ারম্যান আযম আর যুবদলের সাধারণ সম্পাদক টুকুকে বসিয়েও দেওয়া হয়, তাহলেও কোনো লাভ হবে না। সরকার দ্বারা নির্বাচন পরিচালিত হবে, নির্বাচন কমিশন কিছুই করতে পারবে না।
কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আহমেদ আযম খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, ওবায়দুল হক নাছির, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাসানুজ্জামিল শাহীন, যুগ্ম-আহ্বায়ক ফরহাদ ইকবাল, কাজী শফিকুর রহমান লিটন, অমল ব্যানার্জী প্রমুখ।
সমাবেশ সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু।
আরিফ উর রহমান টগর/এএইচ/এএসএম