শেরপুরের নালিতাবাড়ীতে যৌতুক না পেয়ে স্ত্রী তাসলিমা খাতুনকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী আনিছুর রহমানের মৃত্যুদণ্ড দিয়েছেন শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
বুধবার (২ মার্চ) দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান আসামির উপস্থিতিতে এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আনিছুর রহমান নালিতাবাড়ীর পৌর শহরের ছফর উদ্দিনের ছেলে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়া বুলু জানান, ২০১৮ সালের ডিসেম্বরে নালিতাবাড়ীর খালভাঙা গ্রামের মোফাজ্জল হোসেন কারালুর মেয়ে তাসলিমা খাতুনকে বিয়ে করেন একই উপজেলার চরপাড়া গ্রামের আনিছুর রহমান। বিয়ের তিনমাস না যেতেই ৪০ হাজার টাকা যৌতুকের দাবিতে নববধূর উপর নির্যাতন শুরু করে আনিছুর। এক পর্যায়ে ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি রাতে তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার পরদিন ১৪ ফেব্রুয়ারি তাসলিমার বাবা বাদী হয়ে আনিছুরকে একমাত্র আসামি করে নালিতাবাড়ী থানায় হত্যা মামলা করেন। পরে বিচারিক পর্যায়ে আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।
ইমরান হাসান রাব্বী/এএইচ/এএসএম