দেশজুড়ে

বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কলেজছাত্র গ্রেফতার

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাকপ্রতিবন্ধী কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে এক কলেজছাত্রকে (১৭) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে জাগো নিউজকে নিশ্চিত করেছেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

মামলার বিবরণ দিয়ে তিনি বলেন, ২৮ ফেব্রুয়ারি বিকেলে নিজ বাড়িতে কেউ না থাকায় বাকপ্রতিবন্ধী মেয়েটিকে ঘরে এনে ধর্ষণ করে ওই কলেজছাত্র। মেয়েটিকে বাড়িতে না পেয়ে তার স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে পাশের বাড়ির ওই ছেলেটির ঘর আটকানো দেখে স্বজনদের সন্দেহ হয়। এ সময় ডাকাডাকি করলেও ওই কিশোর দরজা খোলে না। পরে দরজা ভেঙে মেয়েটিকে উদ্ধার করা হয়। এ সময় ছেলেটি দৌড়ে পালিয়ে যায়।

ওসি আরও বলেন, ১ মার্চ মেয়েটির নানা বাদী হয়ে অভিযুক্ত কিশোর বিরুদ্ধে মামলা করেন। বুধবার রাতে উপজেলার হাটপাঙ্গাসী ভূইয়াপাড়া এলাকা থেকে ছেলেটিকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ছেলেটি স্থানীয় একটি কলেজের এইচএসসি প্রথমবর্ষের ছাত্র। এ ঘটনায় তাকে আদালতে পাঠানোর প্রস্ততি চলছে।

এসজে/এএসএম