ব্যতিক্রমী আয়োজনে বরণ করে নেওয়া হলো পাবনার বেড়া উপজেলার কাশীনাথপুর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীদের।
বুধবার (২ ফেব্রুয়ারি) কলেজের প্রথম দিনে ছাত্রীরা তাদের বাবা-মাকে সঙ্গে নিয়ে আসেন। বরণ পর্বের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মতবিনিময় হয়। অভিভাবকরা তাদের প্রত্যাশার কথা জানান আর কলেজ কর্তৃপক্ষ তাদের কর্মপরিকল্পনা তুলে ধরে।
কাশীনাথপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠে নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ রোকসানা খানম। এতে প্রধান অতিথি ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কাশীনাথপুর মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আমিন উদ্দিন মৃধা। বেড়া উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবু, জাতসাখিনী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মানিক, আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী।
এ সময় বক্তব্য দেন- প্রবীণ শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা এসএম ফজলুল হক, প্রভাষক আবুল কালাম, অভিভাবকদের পক্ষে অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান, সহকারী অধ্যাপক আব্দুল আলীম, প্রভাষক জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক আবুল কাশেম। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন ইয়াসমিন আক্তার রোজা ও আতিয়া সুলতানা।
পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবীর তার বক্তব্যে বলেন, নবীন বরণ স্বাভাবিক একটি আনুষ্ঠানিকতা। তবে এ কলেজ কর্তৃপক্ষ ছাত্রীদের কলেজের প্রথম দিনে অভিভাবকদের সঙ্গে করে নিয়ে আসার আমন্ত্রণ জানিয়েছে। এটি একটি দৃষ্টান্তমূলক কাজ।
তিনি আরও বলেন, এতে অভিভাবকরা তার সন্তান কেমন পরিবেশে পড়াশোনা করবে তা দেখে যেতে পারছেন। কলেজ কর্তৃপক্ষের কাছে তাদের কী প্রত্যাশা তা ব্যক্ত করতে পারছেন। কলেজ কর্তৃপক্ষ জানাতে পারছে তাদের কর্মপরিকল্পনার কথা। এতে জবাবদিহির বিষয়টি প্রথম দিন থেকেই শুরু হলো।
কাশীনাথপুর মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আমিন উদ্দিন মৃধা বলেন, আমরা চেয়েছি নতুন ছাত্রীরা তাদের কলেজ জীবনের প্রথম দিনটা বাবা-মার সঙ্গে কাটাবে। এতে প্রতিষ্ঠানটি তার ও তার অভিভাবকের কাছে আপন হয়ে ওঠুক।
নবাগত ছাত্রীরা জানান, কলেজর নতুন পরিবেশে অভিভাবকের সঙ্গে এসে সারাটি দিন কাটানো তাদের শিক্ষা জীবনে একটি অনন্য পাওয়া। তারা খুব খুশি এবং উদ্দীপ্ত।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। শেষে নবাগত ছাত্রী ও তাদের সঙ্গে আসা মা-বাবাকে কলেজ কর্তৃপক্ষ আপ্যায়ন করে।
আমিন ইসলাম জুয়েল/এসজে/জেআইএম