রাজধানীর রামপুরায় ভেজাল মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সেখান থেকে রং, স্পিরিট ও মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ ও একজনকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের (উত্তর) সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।
তিনি বলেন, রাজধানীর রামপুরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভেজাল মদ তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। এরপর ওই কারখানায় অভিযান চালিয়ে স্পিরিট, ভেজাল মদ তৈরির রং, ফানেল, বিভিন্ন ব্রান্ডের ভুয়া লেবেলসহ বিপুল পরিমাণ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। এ সময় গ্রেফতার করা একজনকে।
এ বিষয়ে শুক্রবার (৪ মার্চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে (তেজগাঁও) আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
টিটি/কেএসআর/জেআইএম