দেশজুড়ে

লক্ষ্মীপুরে সংবর্ধনা পেলেন ৩৩ বীর মুক্তিযোদ্ধা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ৩৩ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।

বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যায় শহরের হ্যাপি সিনেমা হল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷

এ সময় স্বাধীনতা যুদ্ধের অকুতোভয় সৈনিক মো. শাহ আলম, হুমায়ুন কবির তোফায়েল, মাহাবুবুল আলম, শামসুল ইসলাম ও বশির উদ্দিনসহ ৩৩ জনের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। এর মধ্যে দুজনকে মরণোত্তর সংবর্ধনা দেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল।

বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না ও জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম ভুলু প্রমুখ।

অনুষ্ঠানে আসা মুক্তিযোদ্ধারা জানান, বঙ্গবন্ধুর ডাকে তারা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। প্রায় ৩০ লাখ সহযোদ্ধার প্রাণের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ পেয়েছেন। তখন তাদের ভরা যৌবন ছিল। শত স্বপ্নকে কবর দিয়ে হানাদার বাহিনীকে পরাস্ত করে দেশকে বিজয় উপহার দিয়েছেন। সে আনন্দ আজও তাদের মনকে রাঙিয়ে তোলে। সেই দিনের বিজয় উল্লাসের কথা এ সংবর্ধনাটি মনে করে দিয়েছে।

কাজল কায়েস/আরএইচ/এমএস