লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া বালুবাহী ট্রাকচাপায় জাকির হোসেন (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মান্দারী পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির রংপুর জেলার বাসিন্দা। তিনি লক্ষ্মীপুরের মান্দারী বাজারে ভ্যান শ্রমিকের কাজ করতেন।
স্থানীয়রা জানায়, জাকির ভ্যানে মালামাল তুলছিলেন। এসময় চন্দ্রগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে উল্টে যায়। এতে তিনি নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়। তার মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরী বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে চালক পলাতক রয়েছেন৷
কাজল কায়েস/আরএইচ/এমএস