দেশজুড়ে

ওয়াজ মাহফিলে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো যুবকের

টাঙ্গাইলের কালিহাতীতে বাবাকে নিয়ে মোটরসাইকেলে ওয়াজ মাহফিলে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে আব্দুল্লাহ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তার বাবা হাফেজ মো. আলাউদ্দিন আহত হয়েছেন।

শুক্রবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সরাতৈল এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ উপজেলার গোহালিয়াবাড়ী গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, আব্দুল্লাহ তার বাবাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে স্থানীয় একটি ওয়াজ মাহফিলে যোগ দেওয়ার উদ্দেশ্যে বের হন। পথে উপজেলার সরাতৈল এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী রাজশাহী সিল্কসিটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই আব্দুল্লাহ মারা যান। এ সময় তার বাবা হাফেজ আলাউদ্দিন আহত হন। খবর পেয়ে নিহতের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান। বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন ইনচার্জ এসএম মাসুম আলী জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে রেলওয়ের লোক পৌঁছানোর আগেই স্বজনরা নিহতের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।

আরিফ উর রহমান টগর/এসজে/এএসএম