নারায়ণগঞ্জের রূপগঞ্জ তারাবো পৌরসভা এলাকার রপ্তানিমুখী পোশাক কারখানা সিকদার অ্যাপারেলস গার্মেন্টস লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কারখানার ভেতরে থাকা পোশাক তৈরির কাঁচামাল ও মেশিনারিজ পুড়ে গেছে।
শনিবার (৫ মার্চ) রাত ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি এরপর আরও তিনটি ইউনিট যোগ হয়ে রাত সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত ৯টায় কারখানার দ্বিতীয় তলায় নিটিং সেকশনে হঠাৎ করে আগুন লেগে যায়। আগুন দেখে কর্মরত শ্রমিকরা আতঙ্কিত হয়ে কারখানা থেকে বের হয়ে যান। এরপর স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের লেলিহান শিখা ক্রমেই বাড়তে থাকে।
খবর পেয়ে ডেমরা, কাঞ্চন ও নারায়ণগঞ্জের হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে রাত সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আর এসময়ে কারখানার পোশাক ও পোশাক তৈরির কাঁচামাল এবং মেশিনারিজ পুড়ে যায়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক তানহারুল ইসলাম জাগো নিউজকে বলেন, আমাদের আটটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্র এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এর আগে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জাগো নিউজকে বলেছিলেন, সিকদার অ্যাপারেলস গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মোবাশ্বির শ্রাবণ/এমআরআর