দেশজুড়ে

পায়রায় জেলের জালে ডিভাইস লাগানো কচ্ছপ

বরগুনার পায়রা নদীতে ধরা পড়েছে পিঠে ডিভাইস লাগানো একটি বিরল প্রজাতির কচ্ছপ। শনিবার (৫ মার্চ) সন্ধ্যায় খবর পেয়ে বরগুনা জেলা বন বিভাগ কচ্ছপটি উদ্ধার করে।

এর আগে শনিবার বিকেলে বরগুনা সদর উপজেলার পায়রা নদী সংলগ্ন বাসুকি গ্রামের জেলে মাসুমের জালে আটকা পড়ে ডিভা্স্যইস লাগানো এ কচ্ছপটি।

জেলে মাসুম জাগো নিউজকে বলেন, নদীতে ফেলা আমার পোনা মাছের জাল তুলতে গিয়ে বিকেলে কচ্ছপটি ধরা পড়ে। এর আগে এত বড় কচ্ছপ আমি দেখিনি। আর কচ্ছপের পিঠে লাগানো যন্ত্র সম্পর্কেও কোনো ধারণা নেই। তাই সাবেক ইউপি সদস্য খোকন মিয়াকে খবর দেই।

স্থানীয় সাবেক ইউপি সদস্য খোকন মিয়া জাগো নিউজকে বলেন, এমন কচ্ছপ আগে দেখিনি। বিকেলে জেলে মাসুমের জালে বিরল প্রজাতির এই কচ্ছপটি ধরা পড়ে। খবর পেয়ে আমি গিয়ে কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগে খবর দেই। পরে সন্ধ্যায় তারা এসে কচ্ছপটি নিয়ে গেছে।

বরগুনা বন বিভাগের সহকারী বিট কর্মকর্তা জালাল উদ্দিন জাগো নিউজকে, উদ্ধার হওয়া কচ্ছপটির ওজন প্রায় ১২ কেজি। ধারণা করা হচ্ছে, এটির বয়স প্রায় ২৫ থেকে ৩০ বছর।

বরগুনা বন বিভাগের বিট কর্মকর্তা মো. মোশাররফ হোসেন জাগো নিউজকে বলেন, উদ্ধার হওয়া কচ্ছপটি বিরল প্রজাতির বাটাগুর বাসকা প্রজাতির। কচ্ছপটির পিঠে লাগানো ডিভাইস সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। এটি উপকূলীয় বন বিভাগ খুলনার পূর্ব সুন্দরবনে পাঠানো হবে।

এমআরআর