দেশজুড়ে

দা দিয়ে মাথায় কোপের চেষ্টা, ঠেকাতে গিয়ে যুবকের এক হাত বিচ্ছিন্ন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় পূর্ব শত্রুতার জেরে রিয়াজ শেখ (১৯) নামের এক যুবকের হাত কেটে বিচ্ছিন্ন করে দিয়েছেন হুমায়ুন (২২) নামের এক যুবক।

রোববার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রিয়াজ শেখ দৌলতদিয়া ইউনিয়নের সোরাপ মন্ডল পাড়ার বাবু শেখের ছেলে। অভিযুক্ত হুমায়ুন শামসু মাস্টার পাড়ার হাশেম ওরফে হাসির ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রিয়াজ শেখ সন্ধ্যার দিকে দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় আসেন। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন হুমায়ুন। রিয়াজকে দেখে তিনি ধারালো দা দিয়ে মাথায় কোপ দিতে যান। রিয়াজ বাম হাত দিয়ে তা ঠেকাতে গেলে কনুইয়ের নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে স্থানীয়রা রিয়াজকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, হুমায়ুন নামের এক যুবকের ধারালো অস্ত্রের কোপে রিয়াজের হাত বিচ্ছিন্ন হয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে নারীঘটিত কোনো ঝামেলা ছিল।

রুবেলুর রহমান/এসআর/জিকেএস