দেশজুড়ে

ভাতিজিকে বিদ্যালয়ে নেওয়ার পথে বাসচাপায় চাচা নিহত

লক্ষ্মীপুরের রায়পুরে মোটরসাইকেলে ভাতিজিকে বিদ্যালয়ে নেওয়ার পথে যাত্রীবাহী বাসচাপায় মো. আবদুর রহিম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তার ভাতিজি সুমি আক্তারও গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

সোমবার (৭ মার্চ) সকালে উপজেলার বাসাবাড়ি এলাকার লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুর রহিম উপজেলার চরমোহনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাবুরহাট এলাকার অলি হায়দার মালের ছেলে। আহত সুমি স্থানীয় কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী।

খোঁজ নিয়ে জানা যায়, আবদুর রহিম তার বড় ভাইয়ের মেয়ে সুমি আক্তারকে নিয়ে মোটরসাইকেলযোগে বিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন। পথে খুলনাগামী শতাব্দী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস সামনে থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আবদুর রহিমের মৃত্যু হয়। স্থানীয়রা আহত অবস্থায় সুমিকে উদ্ধার করে হাসপাতাল ভর্তি করেন। বাস রেখে চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তবে বাসটি পুলিশি হেফাজতে রয়েছে।

রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল আলী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি ঘটনাস্থলে আছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কাজল কায়েস/এসজে/জিকেএস