শেরপুরে স্কুলের ফি দিতে দেরি করায় মায়ের সঙ্গে অভিমান করে মোছা. দিশা (১১) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
সোমবার (৭ মার্চ) দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ভাতশালা গ্রামে এ ঘটনা ঘটে।
দিশা স্থানীয় মো. ইসমাইল হোসেন টিটুু মিয়ার মেয়ে। সে পার্শ্ববর্তী সাপমারী এলাকার নতুন কুড়ি কিন্ডারগার্টেন স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, তিন ভাইবোনের মধ্যে দিশা সবার ছোট। আজ সকালে মা তাকে স্কুলে যেতে বলেন। তবে ফি না দিলে সে স্কুলে যাবে না বলে জানায়। তার এ কথা শুনে মা লিপি বেগম তাকে বকা দেন এবং একটি চড় মারেন।
এতে অভিমান করে দুপুর সাড়ে ১২টার দিকে নিজেদের গোয়ালঘরে গলায় ফাঁস দেয় দিশা। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ভাতশালার জিনোম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায় থানা পুলিশ।
এ ব্যাপারে সদর থানার পরিদর্শক (তদন্ত) বন্দে আলী মিয়া জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।
ইমরান হাসান রাব্বী/এসআর/এমএস