বলিউডে অন্যতম জনপ্রিয় পরিচালক রোহিত শেঠি। উপহার দিয়েছেন তিনি দিলওয়ালে, সিংহাম, সিম্বা এবং সূর্যবংশীর মতো সিনেমা। এবার একটি কপ থ্রিলার সিরিজ দিয়ে ওটিটি প্লাটফর্মে নাম লেখাতে যাচ্ছেন রোহিত।
সিরিজটি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে। এটি ৮টি পর্বের হবে। সিরিজটি যৌথভাবে পরিচালনা করবেন রোহিত শেঠি এবং তার প্রধান সহকারী পরিচালক সুশবন্ত প্রকাশ। আগামীকাল (১০ মার্চ) মুম্বাইয়ের পার্লেতে সিরিজটির শুটিং শুরু হবে।
শোনা যাচ্ছিলো আসন্ন সিরিজটিতে শেরশাহ অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা প্রধান চরিত্রে অভিনয় করবেন। শুটিং শুরুর মধ্য দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বলিউড হাঙ্গামার সঙ্গে এক কথোপকথনে রোহিত জানান, ‘এক বছর ধরে আমরা স্ক্রিপ্ট তৈরি করেছি। এটি একটি বড় প্রকল্প। অনেকটা পরিশ্রমেরও বটে। এতে ৪টি সিনেমায় কাজের মতো পরিশ্রম করতে হবে। ফুটেজটি দশ ঘন্টার।’
এলএ/এমএস