দেশজুড়ে

পিরোজপুরে ২৬ পুলিশের শরীরে ‘বডি ওর্ন ক্যামেরা’ চালু

কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য পিরোজপুর পুলিশে ‘বডি ওর্ন ক্যামেরা’ চালু হয়েছে। বুধবার (৯ মার্চ) বেলা ১১টায় শহরের সিও অফিস মোড় এলাকায় কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. সাঈদুর রহমান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, সদর সার্কেল থান্দার খায়রুল হাসান, ট্রাফিক ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রথম পর্যায়ে জেলার ২৬ পুলিশ সদস্যের শরীরে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে।

এ সময় পুলিশ সুপার মো. সাঈদুর রহমান জানান, বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠ পর্যায়ের দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম নজরদারি করা হবে। এছাড়া পুলিশ সদস্যদের সঙ্গে কেউ খারাপ আচরণ বা হামলা করলে সেগুলোর রেকর্ড থেকে যাবে।

তিনি বলেন, এ ক্যামেরা অডিও-ভিডিও ও ছবি তুলতে পারবে। জিপিএস প্রযুক্তির মাধ্যমে যে কোনো স্থানে বসেই সবকিছু তদারকি করা যাবে।

মো. ওমর হাসান/আরএইচ/জিকেএস