দেশজুড়ে

অর্থ আত্মসাৎ মামলায় সাবেক পল্লী উন্নয়ন কর্মকর্তা কারাগারে

নোয়াখালীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় চাটখিলের সাবেক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আলীম উদ্দিন চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৯ মার্চ) বিকেলে নোয়াখালীর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করলে শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়।

সন্ধ্যায় নোয়াখালী দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের আইনজীবী মো. আবুল কাশেম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামি মো. আলীম উদ্দিন চৌধুরী চাটখিল উপজেলায় পল্লী উন্নয়ন কর্মকর্তা থাকাকালে মামরার অন্য আসামি আহাম্মদ হোসেন সোহাগসহ পরস্পর যোগসাজশে ভুয়া কাগজপত্র তৈরি করে উপজেলা সমবায় সমিতির সদস্যদের ৪৯ লাখ ৮৭ হাজার ৪০ টাকা আত্মসাৎ করেন।

আইনজীবী মো. আবুল কাশেম আরও বলেন, এ বিষয়টি প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হওয়ায় দুদকের তৎকালীন নোয়াখালীর উপ-পরিচালক মো. তালেবুর রহমান ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর চাটখিল থানায় মো. আলীম উদ্দিন চৌধুরী ও আহাম্মদ হোসেন সোহাগকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় মো. আলীম উদ্দিন চৌধুরী বুধবার দুপুরে নোয়াখালী আদালতে আত্মসমর্পণ করলে বিচারক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ইকবাল হোসেন মজনু/এমআরআর/জিকেএস