বান্দরবান জেলা কারাগারে দিলদার আলী পরমানিক (৫৯) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার (৯ মার্চ) রাত সাড়ে ৯টায় মারা যান তিনি।
মৃত দিলদার আলী পরমানিক লামা উপজেলার লেমুঝিড়ি এলাকার মৃত নাছির রমানিকের ছেলে।
কারাগার সূত্র জানায়, মারামারি মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন দিলদার আলী পরমানিক। বুধবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বান্দরবান কারাগারের জেলার ফোরকান ওয়াহিদ বলেন, ২০০৮ সালের এক মামলায় তার ছয় মাসের সাজা হয়। পরে ৩২৩ ও ৩২৫ ধারার অপরাধে কারাগারে আসে। আগে থেকেই তার এজমা রোগ ছিল। সন্ধ্যায় শ্বাসকষ্ট বাড়লে হাসপাতালে নেয়া হয়। এসময় চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জিয়াউল হায়দার জানান, জেলা কারাগার থেকে রাত ৯টা ২০ মিনিটে এক হাজতিকে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
নয়ন চক্রবর্তী/এএইচ/এএসএম