দেশজুড়ে

বৃদ্ধ সুশান্তকে খুঁজছেন স্বজনরা

খুলনার ডুমুরিয়ার সুশান্ত রুদ্র (৬০) নামে এক বৃদ্ধ আড়াই মাস ধরে নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজে পেতে সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন স্বজনরা।

পরিবারের লোকজন জানান, সুশান্তের কিছুটা মানসিক ভারসাম্যহীনতা রয়েছে। তিনি নিরিবিলি থাকতে পছন্দ করেন।

গত ২৩ ডিসেম্বর ডুমুরিয়ার শোভনার চিংড়া গ্রামের বাড়ি থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যান সুশান্ত। সেসময় তার পরনে ছিল চেকের ফুলহাতা জামা, চাদর আর লুঙ্গি। তারপর আর বাড়ি ফেরেননি। নিকটাত্মীয়দের বাড়িতে খোঁজ করেও তার কোনো হদিস মেলেনি।

সুশান্তের খোঁজ চেয়ে ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, যার নম্বর ১৩৯৬।

সুশান্তের খোঁজ পেলে তার ছেলে চিন্ময়ের সঙ্গে 01723426868, 01973426868 নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে পরিবারের তরফ থেকে।

এইচএ/জেআইএম