দেশজুড়ে

বান্দরবানে বন্য শূকরের আক্রমণে একজনের মৃত্যু

বান্দরবানে বন্য শূকরের আক্রমণে আবুল বসর (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে বিষয়টি জানা গেছে।

নিহত আবুল বাসার কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মৌলভীকাটা এলাকার মৃত সিদ্দিক আহমেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৯ মার্চ) ঘর তৈরির জন্য গাছ ও বাঁশ আনতে নাইক্ষ্যংছড়ির দৌছড়ির কুড়িক্ষ্যং এলাকায় পাহাড়ে যান আবুল বসরসহ পাঁচ থেকে ছয়জন। বিকেল ৩টার দিকে হঠাৎ বন্য শূকরের পাল তাদের আক্রমণ করে। এসময় অন্যরা পালিয়ে গেলেও আবুল বসর শূকরের সামনে পড়ে যান। শূকর তার শরীর ক্ষত-বিক্ষত করে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নাইক্ষংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা ঘটনাস্থল থেকে মরদেহ এলাকায় এনে আমাদের জানান। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নয়ন চক্রবর্তী/এসআর/জিকেএস