দেশজুড়ে

বান্দরবানে ৪ পর্যটকের বিরুদ্ধে মামলা

বান্দরবানে চার পর্যটককে আসামি করে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আট থেকে নয়জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পার্বত্য জেলা আদালতে নীলাচল নীলাম্বরী রিসোর্টে রলিজগ্রহীতা মো. সাইদুল ইসলামের স্ত্রী সুরাইয়া সুলতানা যুথী এ মামলা করেন।

আসামিরা হলেন- তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম অন্তু ও আরিফ।

মামলা সূত্রে জানাযায়, গত ১৯ ফেব্রুয়ারি বিকেল ৪টায় আসামিরা নীলাচল নীলাম্বরী রিসোর্ট ও রেস্টুরেন্টের পাশ দিয়ে যাওয়ার সময় হোটেল কর্মচারী নিলু ত্রিপুরাকে দেখে চুংচাং শব্দ উচ্চারণ করেন। এর কিছুক্ষণ পরে রিসোর্টে রলিজগ্রহীতা সাইদুল ইসলাম ও তার স্ত্রী সুরাইয়া সুলতানা যুথী রিসোর্টের সামনে ছবি তুলছিলেন। এটা দেখে আসামিরা বাজে মন্তব্য করেন। তাদের নিষেধ করলে ক্ষুব্ধ হয়ে তারা মারধর ও শ্লীলতাহানি করেন।

বান্দরবান আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বাদীপক্ষের আইনজীবী খলিল মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

নয়ন চক্রবর্তী/এসআর/এমকেআর