পদ্মায় নাব্য-সংকটের কারণে দেশের গুরুত্বপূর্ণ ২১ জেলার প্রবেশদ্বার হিসাবে পরিচিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ব্যহত হচ্ছে ফেরি চলাচল। ফলে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) দুপুর ২টার দিকে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট হতে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় চার কিলোমিটার এলাকায় ট্রাক, কার্ভাড ভ্যান ও অল্প কিছু যাত্রীবাহি বাস পারাপারের অপেক্ষায় থাকতে দেখা যায়। ফলে ভোগান্তিতে পড়েছেন এসব যানবহনে থাকা যাত্রী, চালক ও সহকারীরা। তবে যাত্রীবাহী বাস অগ্রাধিকার ভিত্তিতে পারাপার হচ্ছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
দৌলতদিয়া ঘাটের দায়িত্বরত ট্রাফিক পুলিশ সূত্র জানায়, হঠাৎ যানবহনের চাপ বৃদ্ধি ও নদীতে নাব্য-সংকটের কারণে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। ফলে পরিবহনের সিরিয়াল লেগেছে। দুপুর আড়াইটার দিকে মহাসড়কের প্রায় দুই কিলোমিটার বাস ও চার কিলোমিটার সড়কে পণ্যবাহি ট্রাক সিরিয়ালে রয়েছে। নদীর পানি কমে যাওয়ায় ৭নং ঘাটে যানবাহন উঠা নামায় সময় বেশি লাগছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে বর্তমানে ছোট বড় ২০ ফেরি চলাচল করছে। কিন্তু নদীতে নাব্য-সংকটের কারণে ফেরি লোড আনলোডে সময় অনেক বেশি লাগছে। এ জন্য ঘাটে যানবাহনের সারি বাড়ছে।
রুবেলুর রহমান/এএইচ/এএসএম