দেশজুড়ে

গুনে দেওয়ার কথা বলে লাখ টাকা নিয়ে চম্পট, প্রায় ২ মাস পর গ্রেফতার

টাকা গুনে দেওয়ার সময় ৫০০ টাকার একটি ছেঁড়া নোট পাল্টাতে দিয়ে ব্যাংক থেকে এক নারীর লাখ টাকা নিয়ে পালিয়ে যান এক ব্যক্তি। গত ২৩ জানুয়ারি ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরে অবস্থিত অগ্রণী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। ঘটনার প্রায় দুইমাস পর ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ মার্চ) ভোরের দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম মাইনদ্দিন (৬৫)। তিনি মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট-শারমঙ্গল গ্রামের মৃত আমানউদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জাগো নিউজকে বলেন, ‘ভুক্তভোগী গ্রাহকের নাম রাশিদা বেগম। তিনি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেন। পরে পুলিশ ব্যাংকে গিয়ে সবকিছু পরিদর্শন করে। সিসিটিভির ফুটেজ দেখা হয়। ২৪ জানুয়ারি মামলাটি নথিভুক্ত করা হয়।’

তিনি আরও বলেন, ‘আজ ভোরের দিকে অভিযুক্ত মাইনদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বর্তমানে থানা হাজতে আছেন। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার (১৫ মার্চ) তাকে আদালতে পাঠানো হবে।’

মামলা সূত্রে জানা যায়, উপজেলার গুনবহা ইউনিয়নের বাগুয়ান গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক মোল্যার স্ত্রী রাশিদা বেগম। গত ২৩ জানুয়ারি তিনি অগ্রণী ব্যাংক বোয়ালমারী শাখায় নিজ অ্যাকাউন্ট থেকে এক লাখ টাকা উত্তোলন করেন। তার পাশে থাকা অপরিচিত এক ব্যক্তি টাকা গুনে দিচ্ছিলেন। টাকা গুনে দেওয়ার এক পর্যায়ে তিনি ৫০০ টাকার একটি ছেঁড়া নোট দিয়ে রাশেদা বেগমকে ক্যাশ কাউন্টার থেকে পাল্টিয়ে আনতে বলেন। রাশেদা বেগম নোটটি পরিবর্তন করে এসে দেখেন লোকটি নেই। তবে ওই ব্যক্তি একটি বাটন ফোন ফেলে যান।

এন কে বি নয়ন/এসআর/এমএস