দেশজুড়ে

বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কে ২০ কিলোমিটার যানজট

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ী থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়ক জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

মহাসড়কে চার লেন নির্মাণ ও নলকা সেতুর সংস্কার কাজ চলমান থাকায় মঙ্গলবার (১৫ মার্চ) ভোর থেকে এ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।

ঢাকা থেকে রংপুরগামী একতা এক্সপ্রেসের যাত্রী ইকবাল হোসেন জানান, ভোর থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৫ কিলোমিটার সড়কও অতিক্রম করতে পারিনি। স্ত্রী-সন্তানদের নিয়ে যানজটে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, মহাসড়কে চার লেন নির্মাণ ও নলকা সেতুর সংস্কার কাজ চলমান থাকায় এক লেন দিয়েই ঢাকাগামী ও উত্তরবঙ্গগামী যানবাহন চলাচল করাতে হচ্ছে। এতে উভয় লেনে ও মাঝেমধ্যে মুলিবাড়ী থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

এফএ/জেআইএম