দেশজুড়ে

চাঁদপুরে মরদেহ নিয়ে বিক্ষোভ

চাঁদপুর থেকে নিখোঁজের ১৩ দিন পর বেনাপোলে উদ্ধার ব্যবসায়ী হান্নান মৃধার মরদেহ নিয়ে বিক্ষোভ করেছেন স্বজন ও এলাকাবাসী।

মঙ্গলবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। এতে শতাধিক মানুষ অংশ নেন। পরে পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেন।

হান্নান মৃধা চাঁদপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিষ্ণুদী এলাকার আবুল হোসেন মৃধার ছেলে। বাড়ির পাশেই একটি মুদি দোকান দিয়ে ব্যবসা করে আসছিলেন তিনি। গতকাল (সোমবার) দিবাগত রাত ১১টার দিকে ময়নাতদন্ত শেষে মরদেহ নিয়ে স্বজনরা বাড়িতে এসে পৌঁছায়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১ মার্চ হান্নান মৃধা তার শ্বশুরবাড়ি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে যান। সেখান থেকে নিখোঁজ হন তিনি। পরদিন ২ মার্চ চাঁদপুর মডেল থানায় নিখোঁজ ডায়েরি (জিডি) করেন তার চাচাতো ভাই সজিব মৃধা ও তার স্ত্রী আয়েশা বেগম। এরপর ৭ মার্চ রাত ৩টার দিকে একটি নম্বর থেকে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা জোগাড় করতে দেরি হওয়ায় অপহরণকারীরা ৫০ হাজার টাকা দিতে বলে।

এলাকাবাসীর সহায়তায় ১১ মার্চ তাদের দেওয়া বিকাশের মাধ্যমে টাকা পাঠানো হয়। টাকা পাঠানোর পর থেকেই তাদের নম্বর বন্ধ করে দেয়। ১৩ মার্চ রোববার বেনাপোল সীমান্ত এলাকা থেকে হান্নানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নজরুল ইসলাম আতিক/আরএইচ/এমএস