দেশজুড়ে

১৭ বছরের সাজা এড়াতে ১৮ বছর পলাতক, অবশেষে ধরা

১৭ বছরের সাজা এড়াতে ১৮ বছর পালিয়ে থাকার পর ধরা পড়েছেন মারুফ হোসেন ইকবাল নামের এক আসামি।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে ঢাকার কলতাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইকবাল উপজেলার ধীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেনের ছেলে।

টঙ্গিবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন জাগো নিউজকে জানান, ২০০৪ সালে অস্ত্র-ডাকাতি মামলায় হয় মারুফ হোসেন ইকবালের নামে। পরে ২০০৬ সালের ওই মামলায় ১৭ বছরে সাজা দেন আদালত। গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে পলাতক। তিনি এনআইডি কার্ডে নাম, ঠিকানা পরিবর্তন করে ফেলেছিলেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা অনুসন্ধান চালিয়ে তার অবস্থান নিশ্চিত হই। সোমবার রাতে অভিযান চালিয়ে ঢাকার কলতাবাজার থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/এএসএম