ফেনীতে স্ত্রী হত্যা মামলায় আবদুল কাদের (৪৩) নামের এক আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফের আদালতে এ রায় ঘোষণা করা হয়।
রায় ঘোষণাকালে আসামি আবদুল কাদের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুল কাদের ফুলগাজী উপজেলার খাজুরিয়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী দ্বিজেন্দ্র কুমার কংশ বণিক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১১ সালে আবদুল কাদেরের সঙ্গে ছাগলনাইয়া উপজেলার ছয়ঘরিয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে আয়েশা আক্তার মুক্তার বিয়ে হয়। ২০১২ সালের ৫ জানুয়ারি স্বামীর বাড়ি থেকে মুক্তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মুক্তার মা বাদী হয়ে ফুলগাজী থানায় একটি অপমৃত্যু মামলা করেন করেন এবং ময়নাতদন্ত শেষে মরদেহ দাফন করা হয়।
তবে মুক্তাকে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরে স্বামী আবদুল কাদেরকে আসামি করে ১৫ মার্চ হত্যা মামলা করা হয়। ২ জুন তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন পুলিশ ইন্সপেক্টর আবুল মনজুর। আদালতের বেঞ্চ সহকারী মো. এনামুল হক জানান, এ মামলায় ১৩ জন সাক্ষীর মধ্যে আটজন সাক্ষ্য দেন। চলতি বছরের ২৭ জানুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণ শেষ করে ২২ ফেব্রুয়ারি যুক্তিতর্ক শেষ হয়। আদালতে আবদুল কাদেরের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ফাঁসির আদেশ ও ৩০ হাজার টাকা জরিমানা করেন বিচারক।
নুর উল্লাহ কায়সার/এসআর/এএসএম