দেশজুড়ে

ব্যারিস্টার মওদুদের প্রথম মৃত্যুবার্ষিকীতে বিএনপির শ্রদ্ধা

ব্যারিস্টার মওদুদ আহমদের প্রথম মৃত্যুবার্ষিকীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

বুধবার (১৬ মার্চ) সকালে মওদুদ আহমদের গ্রামের বাড়ি কোম্পানীগঞ্জের মানিকপুরে তার কবরে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানান কোম্পানীগঞ্জ ও বসুরহাট পৌর বিএনপি।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার জাগো নিউজকে বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদের প্রথম মৃত্যুবার্ষিকীতে সকালে কালো ব্যাচ ধারণ, কোরআনখানি, মিলাদ মাহফিল ও কবর জেয়ারতসহ দলের পক্ষ থেকে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।

এসময় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার, বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন, সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান টিপুসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে ২০২১ সালের ১৬ মার্চ সন্ধ্যায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক উপরাষ্ট্রপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম