লালমনিরহাটের হাতীবান্ধায় শফিকুল ইসলাম আক্কেল আলী নামে পরাজিত এক ইউপি চেয়ারম্যান প্রার্থীর গাছে উঠে আত্মহত্যার চেষ্টার খবর পাওয়া গেছে।
বুধবার (১৬ মার্চ) দুপুরে দইখাওয়া বাজারের গোতামারী ইউনিয়ন পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে। শফিকুল ইসলাম ওই ইউনিয়নের আমঝোল এলাকার রমজান আলীর ছেলে। তিনি এবারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়ে পরাজিত হন।
স্থানীয়রা জানান, শফিকুল ইসলাম আক্কেল আলী গোতামারী ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন। একপর্যায়ে তার সংসারে অভাব অনটন দেখা দেয়। এরপর থেকে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।
বুধবার বেলা ১১টার দিকে আত্মহত্যা করতে ইউনিয়ন পরিষদের সামনের একটি গাছে ওঠেন। কিছুক্ষণের মধ্যে ওই গাছ থেকে বৈদ্যুতিক তারের খুঁটি চলে যান। এ সময় স্থানীয়রা তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ও ফায়ার সার্ভিস প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে নিচে নামিয়ে আনেন।
তুহুলি বেগম বলেন, বিয়ের পাঁচ বছরেও পরিবার আমাদের মেনে নেয়নি। স্বামীর কোনো কাজকর্ম না থাকায় দিনের-পর-দিন অভাবগ্রস্ত হয়ে পড়ি। ছেলে-মেয়ে মাদরাসায় পড়াশোনা করছে সে টাকাও যোগাতে পারছি না। পরিবার থেকে কেউ সহযোগিতাও করছে না। তাই সে বারবার এমন করছে।
এ বিষয়ে জানতে চাইলে শফিকুল ইসলামের বাবা বৃদ্ধ রমজান আলী (৭০) বলেন, ‘আমার আট ছেলে ও এক মেয়ের মধ্যে শফিকুল ইসলাম ১৫ বছর ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন। সে মাদকাসক্ত। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের নাম ডুবিয়েছে। তাই আমরা তার খোঁজ খবর রাখি না।’
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জাগো নিউজকে বলেন, শফিকুল ইসলাম এর আগেও একবার গাছে উঠে আত্মহত্যার চেষ্টা করেন। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করি। আজও তাকে নিরাপদে নামিয়ে এনেছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জাগো নিউজকে বলেন, ‘তবে কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন তা জানা যায়নি।’
রবিউল হাসান/এসজে/জিকেএস