রাঙ্গামাটিতে ছুরিকাঘাতে জয় ত্রিপুরা (২৫) নামের এক ছাত্রলীগকর্মী নিহত হয়েছেন। তিনি সদর উপজেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক।
বুধবার (১৬ মার্চ) দিনগত রাত আড়াইটাই তাকে ছুরি দিয়ে আঘাত করে। পরে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা বলেন, ‘জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন ভাইকে অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি করিয়ে বাসায় ফিরছিলেন জয় ত্রিপুরা। পোস্ট অফিসের সামনে কে বা কারা তাকে ছুরি দিয়ে আঘাত করে ফেলে যায়।’
পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল উদ্দিন বলেন, ‘আমরা জমির ভাইকে নিয়ে চট্টগ্রাম যাওয়ার জন্য বের হয়ে বাসা থেকে কিছু কাগজপত্র আনার জন্য হাসপাতালের গেটের কাছেই অ্যাম্বুলেন্সে অপেক্ষা করছিলাম। তখনই হঠাৎ কিছু ছেলেকে হইচই করতে দেখি। তারা কাউকে মারধর করছিল। যেহেতু আমরা রোগী নিয়ে টেনশনে ছিলাম তাই ওদিকে মনোযোগ কম ছিল। পরে দেখি একটা ছেলে হাসপাতালের মেইন গেটের কাছে কাতরাচ্ছে। আমি তাৎক্ষণিকভাবে ওসিকে ফোন করে বিষয়টি জানাই।’
এ বিষয়ে কোতোয়ালি থানার ইনচার্জ কবির হোসেন বলেন, আমরা ঘটনাস্থলের আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। এ হত্যাকাণ্ডে চার থেকে পাঁচজন যুবকের উপস্থিতি থাকতে পারে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’
জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সাইফুল আলম রাশেদ জানান, ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে শুক্রবার (১৮ মার্চ) ছাত্রলীগের পক্ষ থেকে শহরে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে।
শংকর হোড়/এসআর/জিকেএস